বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চট্টগ্রামের ক্রিকেটারের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছিল। সবশেষ তামিম এবং ইয়াসির আলি রাব্বির মধ্য থেকে বাদ পড়েছেন রাব্বি। তবে একজন যোগ হয়েছেন। তিনি শাহাদাত হোসেন দিপু। চট্টগ্রামের পটিয়ার ছেলে দিপুকে ভাবা হচ্ছে দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য উপযোগী ব্যাটার। আর সে হিসেবে প্রথমবারের মত বাংলাদেশের টেস্ট দলে জায়গা করে নিয়েছে চট্টগ্রামের এই তরুন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গতকাল দল ঘোষনা করেঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সে ম্যাচের জন্য ঘোষিত দলে চট্টগ্রামের দিপুকে জায়গা দিয়েছে নির্বাচকরা। আর ইনজুরির কারণে দলের বাইরে থাকা সাকিব আল হাসানের জায়গায় এই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাশ। দলে প্রথমবারের মত জায়গা পেয়েছে দিপু ছাড়াও তরুণ পেসার মুশফিক হাসান। প্রথমবার দলে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য। যুব বিশ্বকাপের পর প্রত্যাশিত গতিতে এগোয়নি তার ক্যারিয়ার। তবে ঘরোয়া ক্রিকেটে প্রতিভার ছাপ রেখেছেন নানা সময়ে। যদিও খুব ধারাবাহিক হতে পারেননি। তাই ঘরোয়া ক্রিকেটে তার ক্যারিয়ারও সমৃদ্ধ নয়। ২০টি প্রথম শ্রেণীর ম্যাচে ২টি সেঞ্চুরি তার। ব্যাটিং গড় ৩৬.১৪। তবে তিনি টেস্ট দলে সুযোগ পেয়েছেন মূলত বাংলাদেশ ‘এ‘ দলের হয়ে পারফরম্যান্সে। গত ডিসেম্বরে ভারত ‘এ‘ দলের বিপক্ষে সিলেটে খেলেছিলেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ‘ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে খেলেন ৭৩ ও ৫০ রানের দারুণ দুটি ইনিংস। মূলত লংগার ভার্সন ক্রিকেটে দিপুর কার্যকারিতা, তার ব্যাটিং স্টাইল, ব্যাটিংয়ে তার ধৈর্যশীলতা তাকে টেস্ট দলে জায়গা করে দিয়েছে।
সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ জনের স্কোয়াড থেকে এবার ১৫ জনের দলে সাকিব ছাড়াও নেই ওপেনার সাদমান ইসলাম ও পেসার রেজাউর রহমান রাজা। দুজনই মূলত ইনজুরি আক্রান্তদের বদলি হিসেবে ছিলেন দলে। বাদ পড়লেন তারা ম্যাচ না খেলেই। আইরিশদের বিপক্ষে ওই টেস্টের স্কোয়াডে শুরুতে থাকলেও পরে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন তাসকিন আহমেদ। পরে তিনি যেতে পারেননি ইংল্যান্ড সফরেও। অভিজ্ঞ পেসার এবার ফিরলেন দলে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন জাকির হাসানও। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে স্মরণীয় সিরিজের পর আর খেলতে পারেনি এই ওপেনার। মার্চে আইরিশদের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও পরে ছিটকে যান আঙ্গুলে ইনজুরির কারণে। বাংলাদেশের ১৫ জনের দলে স্পিনার রয়েছে ২ জন । তবে পেসার রাখা হয়েছে ৫ জন। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৪ জুন থেকে। এই টেস্ট শেষে ভারতে যাবে আফগানরা। ঈদের পর তারা ফিরবে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে। ওই দুই সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হবে পরে। বাংলাদেশ টেস্ট দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ মাহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।