টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে জো রুটের সামনে এখন কেবল শচীণ টেন ্ডুলকার। দক্ষিন আফ্রিকার জ্যাক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড় এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন ইংলিশ ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এই কীর্তি গড়েন ইংল্যান্ডের ব্যাটিং মহাতারকা। ম্যানচেস্টার টেস্ট শুরুর আগে ক্যালিস ও দ্রাবিড়কে পেছনে ফেলতে রুটের দরকার ছিল মাত্র ৩১ রান। আর রিকি পন্টিংকে টপকাতে দরকার ছিল ১২০ রান। যা গতকাল শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে আর ইংল্যান্ডের প্রথম ইনিংসেই সেটি করে ফেলেছেন রুট। সিরিজের চতুর্থ টেস্ট শুরুর আগে রুটের টেস্ট রান ছিল ১৩ হাজার ২৫৯। আর এই ম্যাচের তৃতীয় দিনে ৬৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে যান রুট। এতেই দ্রাবিড়ের ১৩ হাজার ২৮৮ রান (১৬৪ টেস্ট) ও জ্যাক ক্যালিসের ১৩ হাজার ২৮৯ রান (১৬৬ টেস্ট) রানকে পেছনে ফেলেন ডানহাতি ইংলিশ ব্যাটার। রুট ক্যারিয়ারের ১৫৭তম টেস্টে ভারতের মোহাম্মদ সিরাজের বলে অফসাইডে এক রান নিয়ে তাদেরকে ছাড়িয়ে যান। এরপর দ্বিতীয় সেশনে টপকে যান রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং এর সংগ্রহ ১৬৮ টেস্টে ১৩ হাজার ৩৭৮ রান । রুটের রান এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৭ টেস্টে ১৩ হাজার ৩৭৯ রান। সামনে কেবল ভারতের শচীন টেন্ডুলকার। আর এ তালিকায় সবার উপরে আছেন তিনি। ২০০ টেস্ট খেলে যিনি সংগ্রহ করেছেন ১৫ হাজার ৯২১ রান। রুটের বয়স এখন ৩৪ বছর। অর্থাৎ তিনি চাইলে আরও বেশ কয়েক বছর খেলে টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারেন। গতকাল টেস্ট ক্যারিয়ারের ৩৮ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। এ দিন ২২ রানে পৌঁছে আরেক কীর্তি গড়েন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে এক হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এখানে ২০ ইনিংসে ধরা দিল তার এই অর্জন। ১৩ ইনিংসে ৮১৮ রান করে এই তালিকায় দুইয়ে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটন। সেই ১৮৮৪ সাল থেকে টেস্ট খেলা হয় ওল্ড ট্র্যাফোর্ডে। এখনও খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে এই মাঠে ছয়শ রানও নেই আর কারো।