টেস্টে মোস্তাফিজকে চান সুজন

| রবিবার , ৮ মে, ২০২২ at ১২:০৬ অপরাহ্ণ

আইপিএলে খেলছেন মোস্তাফিজুর রহমান অথচ দেশের হয়ে টেস্ট খেলতে চান না। বিসিবিও তাই তাকে দুই বছর টেস্টের চুক্তিতে রাখেননি। তবে, এখন আর না। বিসিবিও চায় মোস্তাফিজ টেস্ট খেলুক। মোস্তাফিজের টেস্ট খেলতে না চাওয়া নিয়ে গতকাল বিসিবিতে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিম ডিরেক্টর এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এ সময় তিনি জানিয়ে দেন, মোস্তাফিজের টেস্ট খেলা অবশ্যই উচিৎ। তাকে টেস্ট খেলতেই হবে।

আইপিএলে খেললে হয়তো টাকা বেশি পাওয়া যায়। কিন্তু খালেদ মাহমুদ সুজনের প্রশ্ন, দেশের চেয়ে কী টাকা বড়? ‘সাদা বলে হয়ত টাকার ব্যাপারটা বেশি। আইপিএল খেললে হয়ত ২-৪ কোটি টাকা পাবে। ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশ কি টাকার চেয়ে বড় নয়? আমরা তো টাকার জন্য খেলিনি। তবে যেহেতু আইপিএল খেলছে এখন মোস্তাফিজ, এ কারণে এসব নিয়ে খুব বেশি ঘাঁটাতে চান না সুজন।

তিনি বলেন, ‘যেহেতু ওকে আমরা ছুটি দিয়ে দিয়েছি, আইপিএল খেলছে, এখন ওকে ডিস্টার্ব করতে চাই না। আইপিএল খেলুক। আইপিএলে আমাদের একজন প্রতিনিধিত্ব করছে এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার। আমরা চাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা টেস্ট হলেও খেলুক।’ মোস্তাফিজকে ক্রিকেট বোর্ড থেকে আলাদা করার কিছু নেই জানিয়ে সুজন বলেন, ‘ক্রিকেট বোর্ড মানেই মোস্তাফিজ, মোস্তাফিজ মানেই ক্রিকেট বোর্ড। এটা তো আলাদা কিছু না। দূরত্বের কিছু নেই। হয়ত কেউ কথাও বলেনি।’

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে বিসিবি একাদশ
পরবর্তী নিবন্ধচেলসির নতুন মালিক বোয়েলি-কনসোর্টিয়াম