টেলিভিশন

বাসুদেব খাস্তগীর | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

তুমি দাও বলে কোথা কিছু হলে আমাদের হয় জানা

তুমিই জানাও দেশ বিদেশের খবরটা একটানা।

তুমি অবসরে প্রতি ঘরে ঘরে জেগে থাকো সারাক্ষণ

তুমি আছো বলে সবুজ সতেজ ফুরফুরে দেহমন।

প্রাণ চঞ্চল তুমি অবিচল তোমাতেই তুমি স্থির

কিন্তু তোমার শরীরটা জুড়ে বিশ্ব গড়েছে নীড়।

তুমি প্রয়োজনে সৃজনে মননে তোমাতে স্বপ্ন আঁকা

তুমি দিনরাত সজীব সতেজ থাকো বলে বেঁচে থাকা।

পৃথিবীকে করো একসাথে জড়ো ভাঙো তুমি নীরবতা

সময়ের প্রাণ ঘরের বিশ্ব তুমি টিভি বলো কথা।

পূর্ববর্তী নিবন্ধহালদা নদীতে গভীর রাতে অভিযান, অবৈধ ঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধশীতের বাড়ি