টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
প্রধান আলোচক ছিলেন বায়তুশ শরফ কামিল মাদরাসা অধ্যক্ষ হযরত মাওলানা ড. আবু নোমান। বিশেষ অতিথি ছিলেন সিএমপি উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দি চিটাগাং চেম্বার অফ কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। আরো বক্তব্য রাখেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পেশ ইমাম আল্লামা আনোয়ারুল হক আযহারী, দারুল উলুম কালিম মদ্রাসার মুহাদ্দিস মুফতি আহমদুর রহমান নদভী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী, তামাকুমুন্ডী লেইন বনিক কল্যাণ সমিতির সভাপতি ছরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, খাইরুল ইসলাম ককসীসহ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যগণ ও টেরিবাজারের ব্যবসায়ীগণ। প্রেস বিজ্ঞপ্তি।