টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইকারী ২ যুবক পুলিশের জালে

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৬:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের টেরিবাজার এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেফতার হয়েছে দুই ছিনতাইকারী। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এক নারীকে পথরোধ করে টিপ ছুরির ভয় দেখিয়ে গলায় থাকা সোনার অলংকার ছিনিয়ে নেয় দুই যুবক।

চোখের পলকে ঘটে যাওয়া সেই মুহূর্তটি ধরা পড়ে এক দোকানের সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে স্থানীয়দের, তারও কিছুক্ষণ পর মাল্টিমিডিয়া নিউজ প্রচার করে দৈনিক আজাদী।

আর সেই সংবাদ প্রচারের মাত্র এক ঘণ্টা পরেই রীতিমতো নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কোতোয়ালী থানার আশপাশের এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দুই ছিনতাইকারীকে আটক করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। আজাদীকে তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা আলাদা টিমে ভাগ হয়ে অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী এলাকার ভেতর থেকেই দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চাল নিয়ে চালবাজি, তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু