টেরিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে মেয়র

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

নগরীর টেরিবাজার নালার পাড় খাজা মার্কেটের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত হন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি পরবর্তীতে এ ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে করণীয় সম্পর্কে স্থানীয়দের মতামত নেন মেয়র।

উল্লেখ্য, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান নাজিম উদ্দীন ব্রাদার্সের একটি কাপড়ের গুদামে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এ সময় আরো উপস্থিত ছিলেন আবদুল মান্নান, আবুল বশরসহ রাজনীতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ১২৮ জনকে বহিষ্কার ঢাবির