আনোয়ারার পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ এক পথচারী কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মোটর সাইকেল চালক উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের মো. হোসেনের পুত্র মো হানিফ (২৮) ও বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের মর্তুজা আলীর পুত্র মো. আবুল হোসেন (১৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মোটরসাইকেল চালক হানিফকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আবু সায়েদ জানান, এক বন্ধুর সঙ্গে সিএনজি টেঙিতে করে চাতরি যাচ্ছিল আবুল হোসেন। পিএবি সড়কের শোলকাটা এলাকায় পৌঁছালে আবুল হোসেন খাবার পানির জন্য টেঙি থেকে নামতেই দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহীসহ আবুল হোসেন আহত হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন মোটর সাইকেল চালক হানিফের অবস্থা আশঙ্ক্ষাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার জানান, পিএবি সড়কের শোলকাটা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় এখনো কেউ অভিযোগ করেনি।