সাতকানিয়ায় সিএনজি টেক্সির ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাদিয়া আকতার (১২)। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ টাইম ক্যাফে রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আকতার ছদাহা ইউনিয়নের জানার পাড়ার মোস্তাক আহমদ সওদাগরের মেয়ে ও ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া গতকাল দুপুর ১২টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়ে রিকশায় করে বাড়ি ফিরছিল। মহাসড়কের সাতকানিয়াস্থ টাইম ক্যাফে রেস্টুরেন্ট এলাকায় পৌঁছার পর রিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিল। এ সময় লোহাগাড়ামুখী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় সাদিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।