কর্ণফুলীতে যাত্রী বেশে সিএনজিচালিত টেক্সিতে ওঠে মোবাইল ছিনতাইকালে দুই দুর্বৃত্তকে আটক করেছে স্থানীয় জনতা। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়উঠান চেয়ারম্যান ঘাটা এলাকায় তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়। এ সময় টেক্সিচালক পালিয়ে যায়।
আটক দুজন হলেন পটিয়া জিরি ইউনিয়নের সিরাজ মেম্বারের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে মো. ইয়াছিন আরাফাত (২১) ও গুরা মিয়ার ছেলে মো. মাহবুবুল আলম (২২)। পালিয়ে যাওয়া চালক পটিয়া উপজেলার কুমুমপুরা এলাকার পেয়ার আহমেদের ছেলে আবু বক্কর (২২)। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী নারী আশরাফা ইসলাম রাহি (২৪) বাদী হয়ে কর্ণফুলী থানায় ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, কর্ণফুলী ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক রাহি। গত ৩০ নভেম্বর কর্মস্থলে যাওয়ার লক্ষ্যে শিকলবাহা ক্রসিং থেকে টেক্সিতে উঠলে আসামিরা ওই নারীকে মুখ চেপে ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ধস্তাধস্তি করে। এরপর আসামিরা ওই নারীকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় ধস্তাধস্তির কারণে বড়উঠান চেয়ারম্যানঘাটা এলাকায় টেক্সিটি উল্টে যায়। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা মনে করে এগিয়ে আসলে ভুক্তভোগী নারী স্থানীয়দের বিষয়টি বুঝিয়ে বললে তারা দুই ছিনতাইকারীকে আটক করে যৌথবাহিনীর হাতে তুলে দেন। কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।