বোয়ালখালীতে সিএনজিচালিত টেক্সিতে উঠে নগদ অর্থ ও স্বর্ণ খোয়ালেন ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের একটি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ফাতেমা উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাবচর এলাকার ৫ নং ওয়ার্ডের মৃত নুরুল হকের স্ত্রী। ফাতেমা বেগম বলেন, আমি আর আমার মেয়ে পারভীন আকতার ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়েছিলাম। পরে আবার মেয়ে ব্যাংকে গেলে একটি সিএনজিচালক আমার সামনে এসে আমার মেয়ে সিএনজিতে ওঠতে বলেছে বলে আমাকে ওঠতে বলে। এ সময় চালক নিজেই আমার কাছে থাকা কাপড়ের ব্যাগ গাড়িতে তুলে দেয়। আমি ওঠলে উপজেলার ফুলতল এলাকায় নিয়ে গিয়ে আমার কাছে থাকা নগদ আট হাজার টাকা, কানে থাকা ১২ আনা স্বর্ণ ও কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয় চালক। পরে আমাকে একটি রিকশায় তুলে দিয়ে টেক্সিচালক পালিয়ে যায়। বোয়ালখালী থানার উপপরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা নিব।