সীতাকুণ্ডে সিএনজিচালিত টেক্সিতে সন্তান প্রসব করলেন আনোয়ারা বেগম (৪২) নামে এক নারী। আনোয়ারা বেগম সীতাকুণ্ড পৌরসদরের শিবপুর গ্রামের মো. খায়রুল ইসলামের স্ত্রী। গত শনিবার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে টেক্সিতে সন্তান প্রসব করেন তিনি।
আনোয়ারা বেগমের স্বামী মো. খায়রুল ইসলাম বলেন, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠলে প্রথমে একটি ক্লিনিকে যাই। ক্লিনিকের ডাক্তার আমার স্ত্রীর অবস্থা দেখে তাড়াতাড়ি চমেকে নিয়ে যাওয়ার জন্য রেফার করেন। আমরা অটোরিকশাযোগে চমেকে যাওয়ার পথে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছার পর স্ত্রীর প্রসব বেদনা তীব্র হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে গাড়ি থামিয়ে চিকিৎসক ও নার্সের সহযোগিতা কামনা করলে তারা এসে অটোরিকশার ভেতর ডেলিভারির কাজ সম্পন্ন করেন। ডেলিভারি পরবর্তী সন্তান এবং স্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ আছেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরদ্দিন রাশেদ জানান, আমাদের মেডিক্যাল অফিসার ডা. সুমনা আক্তার নেতৃত্বে একটি চৌকস টিম গাড়িতে ডেলিভারি সম্পন্ন করেন। সিনিয়র স্টাফ নার্স সুষমা সরকার, সুমিত্রা পাটোয়ারী, মেহরুন্নেসা, মিডওয়াইফ তাসলিমা আক্তার, রাফিন আক্তার, ফাতেমা আক্তার এবং সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ নুরুল আফচার এতে সহযোগিতা করেন।