টেকসই ও সবুজ বাংলাদেশ নিশ্চিতে জিপিএইচে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৩৫ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত ক্লিন, গ্রীন বাংলাদেশ নিশিচতকরণের লক্ষ্যে, বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রার প্রতিশ্রুতি পূরণে এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য তার কারখানার প্রাঙ্গনে এবং ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করেছে। জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং মুন্সীগঞ্জস্থ জিপিএইচ গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান, ইকো সিরামিকস ২০ অক্টোবর ফ্যাক্টরিতে ৩.৯ গডঢ় এবং ২.১৪ গডঢ় রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করেছে। চট্টগ্রামে ইনস্টলেশন অনুষ্ঠানে জিপিএইচের নির্বাহী পরিচালক (ফিন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, বুয়েট ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ জিয়াউর রহমান খান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং জিপিএইচ রিনিউএবল এনার্জি লিমিটেড প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মসিউর রহমান উপস্থিত ছিলেন।

স্থাপিত রুফটপ সোলার পিভি সিস্টেম ২০ বছরের প্রকল্পে ১৩২.৮ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে, জাতীয় গ্রিড থেকে ৮৯,০০০ টন ঈঙ২ সাশ্রয়ের মাধ্যমে জিপিএইচ গ্রুপের কার্বন ফুটপ্রিন্ট কমাবে এবং একটি ক্লিন ও গ্রীন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। প্রকল্পটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির অর্থায়নে স্থাপিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনে গণহত্যা রোধে বিশ্বনেতাদের প্রতি সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর আহ্বান
পরবর্তী নিবন্ধইসলামের মানবিক দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে