কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপকূলীয় সদর ইউনিয়নের কোনারপাড়া এলাকা থেকে একটি হ্যান্ড গ্রেনেড (হাত বোমা) উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই হ্যান্ড গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন জায়গায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তা ঘিরে রাখে এবং নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।