টেকনাফে সাড়ে পাঁচ কোটি টাকার আইস ও ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটলিয়নের সদস্যরা। এগুলোর বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল শনিবার ভোররাতে হ্নীলার দক্ষিণে খুরের দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ থেকে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে খুরের দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল কেওড়া জঙ্গলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোররাত সাড়ে ৩টার সময় দুজন ব্যক্তি মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। বিজিবি ধাওয়া দিলে তারা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল নৌকায় তল্লাশি চালিয়ে সাড়ে ৫ কোটি টাকার ১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ ব্যাটলিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, উদ্ধারকৃত আইস এবং ইয়াবা ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরুখতে হবে দুর্নীতি ও বাজার সিন্ডিকেট
পরবর্তী নিবন্ধরাউজানে বিষপানে ইউপি সদস্যের কন্যার আত্মহত্যা