কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৫ এর একটি বিশেষ অভিযানে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত মোট ৭টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি এবং এন্টি-নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত শীর্ষ মাদক কারবারি আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা নুরুল কবিরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর বিকেলে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় পলাতক মাদক কারবারি আবু তালেব অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক অভিযানে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
আবু তালেবের বিরুদ্ধে ডাকাতি, অবৈধ অস্ত্র রাখা ও মাদক ব্যবসা সংক্রান্ত মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া তাকে এন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত শীর্ষ মাদক দকারবারিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো.নাজমুন নূর সত্যতা নিশ্চিত করেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, “অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব-১৫। এ ধরণের অপরাধীদের ধরতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”