টেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৩:৪০ অপরাহ্ণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. জুবাইয়ের (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। এর রেষ ধরে পাল্টা জবাব দিতে মো. জলিল নামে আরেক রোহিঙ্গা যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম। নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে। তিনি সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এপিবিএন থেকে জানানো হয়েছে , দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। মূলত, এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ বাণিজ্যে লিপ্ত। এলাকাভিত্তিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

গত শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবাইয়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজারব ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধনগরে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবান্দরবানে ভাল্লুকের আক্রমণে বৃদ্ধ আহত