টেকনাফে মদ-বিয়ারসহ তিনজন গ্রেফতার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার কোয়েইংছড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এ সময় তাদের কাছ থেকে ১৩২ বোতল বিদেশি মদ, ৭১৫ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া মাদক বহনের দায়ে দুইটি ব্যাটারিচালিত গাড়ী আটক করতে সক্ষম হয়।

র‌্যাব কতৃর্ক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ১৫ জানুয়ারি (সোমবার) রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল গাফফার ছেলে শামসুর রহমান (২২), টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের আচারবুনিয়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)। আটককৃতদের রাতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিয়ার ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল সড়কে উল্টে গেল শ্রমিক বহনকারী মাইক্রো, আহত ২
পরবর্তী নিবন্ধচলে গেলেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানের গীতিকার