টেকনাফে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ নজির আহমদ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আটক নজির আহমদ (২৮) ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লকসি/১ এর ব্লক মাঝি নূরু জোহারের ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদে জানা যায় বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাদক লেনদেনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। ওই এলাকায় অভিযান চালিয়ে নজির আহমদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির আহমদ স্বীকার করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড করে সে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ডিজিটাল ডিভাইসসহ দুই পরীক্ষার্থী আটক
পরবর্তী নিবন্ধ৩ কিলোমিটার নৌ পথে নানা ভোগান্তি, ফেরি চালুর দাবি