টেকনাফে ফের ১শ’ ভরি স্বর্ণসহ এক ব্যক্তি আটক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৫০ পূর্বাহ্ণ

টেকনাফে ফের একশ’ ভরি স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ৮ নভেম্বর (রোববার) হোয়াইক্যং বিজিবি চেক পোস্টে তল্লাশিকালে এসব স্বর্ণ জব্দ করা হয়।
জানা গেছে, বিজিবি একটি টহল দল কঙবাজারগামী একটি স্পেশাল সার্ভিস (পালকি পরিবহন) তল্লাশিকালে আবদুল গণি নামের এক যাত্রীর কাছ থেকে ৯৯ ভরি ১১ আনা ওজনের স্বর্ণের বার পায়। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ ২৯ হাজার ৫৩১ টাকা। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে স্বর্ণের চালান পাচার করে বাংলাদেশে এনে টেকনাফ হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকেন। আটক আবদুল গণি (৪৬) সাতকানিয়া আফজাল নগরের বাসিন্দা। টেকনাফ পৌরসভাস্থ লামার বাজারে মুদির দোকানের আড়ালে মূলত মাদক পাচার ও স্বর্ণ চোরাচালান করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন ( ২বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে ১ নভেম্বর রাতে কঙবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির জোয়ানরা গোপন খবরের ভিত্তিতে পালংখালী পয়েন্ট থেকে বাংলাদেশে প্রবেশকালে ৪শ’ ৭১ ভরি ৯ আনা ৪ রতি বার্মিজ স্বর্ণসহ একজন রোহিঙ্গা পাচারকারীকে আটক করেন। ৩০ অক্টোবর টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির দায়িত্বরত সৈনিকেরা ৫৬ ভরি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেন।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের জয়ে নিশ্চুপ যারা
পরবর্তী নিবন্ধ৭ নভেম্বরের চেতনা বুকে ধারণ করতে হবে