কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড়ে একটি গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (১ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ৮ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়। তারা সবাই অবৈধভাবে সাগরপথে বিদেশে পাচারের শিকার হওয়ার পথে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারচক্রের সদস্যদের ধরতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানব পাচার একটি ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ। বাংলাদেশ কোস্ট গার্ড মানব পাচার রোধে তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।