কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাওনা টাকা চাইতে গিয়ে মারামারিতে দিলদারুল আহমদ প্রকাশ মুন্সি দিলদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
মুন্সি দিলদার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহানের ছেলে। পেশায় একজন দলিল লেখক ছিলেন। টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মুরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের সাথে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় দিলদারুল আহমদ প্রকাশ মুন্সি দিলদারে। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে অণ্ডকোষে আঘাত করলে গুরুতর আহত তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জনকঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।