টেকনাফে ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু

কথা কাটাকাটির জের

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

টেকনাফে ছেলের কাঁচির আঘাতে বশির আহমদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আহত বশির আহমদের মৃত্যু হয়। পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, অধিকাংশ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকে ছেলে মোহাম্মদ পারভেজ (২২)। এ নিয়ে এলাকার লোকজন বশির আহমদের কাছে অভিযোগও দেন। মঙ্গলবার সকালে এসব বিষয়ে বাবাছেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাঁচি দিয়ে বাবার মাথায় আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যায় পারভেজ। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ বলেন, বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পারভেজকে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধজেলের বড়শিতে উঠে এলো ৯১ কেজির বোল মাছ
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে দুই যুবককে অপহরণ