টেকনাফে কূপ পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মে, ২০২১ at ৬:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় একটি কূপ পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে পৌরসভার কায়ুকখালী পাড়ার মৃত মো. ইসলামের বাড়ি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মৃত যুবকরা হলেন টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা মো. আলমের ছেলে মো.ফরহাদ (১৫) ও পৌরসভা পুরান পল্লান পাড়ার মো. হাসানের ছেলে রহমত উল্লাহ (২৬)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার কায়ুকখালী পাড়ার মৃত মো. ইসলামের বাড়ি প্রাঙ্গণে কূপ পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। প্রথমে একজন কূপে নামার পর অনেকক্ষণ পর না ওঠায় অপরজনও সেখানে নামেন। দুপুর পর্যন্ত তাদের দু’জনকে সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের লোকজন এসে কূপের ভেতর থেকে দু’জনের লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো কূপের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দু’জনের মৃত্যু হয়েছে। তবে সেটি পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওসি হাফিজুর রহমান বলেন, “কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। মারা যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য বিভাগে নেওয়া হয়েছে।”
লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় সরকার বলেন, “বিকেলে স্থানীয় দু’জন যুবককে নিয়ে আসা হয়। তবে তারা এখানে আনার আগেই মারা গিয়েছিলেন।”

পূর্ববর্তী নিবন্ধহেফাজত নেতা ফয়েজীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পরবর্তী নিবন্ধমিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাকুর চার দিনের রিমান্ড