সড়কে কলাগাছ রোপণ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদের পর এবার শরীরে কাফনের কাপড় পরে উখিয়া–টেকনাফ আসনে (কক্সবাজার–৪) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল্লাহর সমর্থকরা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ শাপলা চত্বর থেকে শুরু করে ঝর্ণা চত্বর এলাকায় এসে শেষ হয় এ মিছিল। মিছিলে বিএনপির মনোনয়ন প্রার্থীকে ‘আওয়ামী আঁতাতকারী’ আখ্যা দিয়ে নানা রকম স্লোগান দেওয়া হয়। মিছিলে সমর্থকরা বলেন, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা আব্দুল্লাহকে বঞ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে যার দীর্ঘদিন সম্পর্ক ছিল ও যার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলাও নেই এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। যাকে কোনো সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতেও দেখা যায়নি। সমর্থকরা আরও বলেন, কক্সবাজার–৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহকে মনোনয়ন দিতে হবে। উখিয়া–টেকনাফের জনগণের কাছে আব্দুল্লাহর গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম বলেন, শাহাজাহান চৌধুরীকে তৃণমূলের মতামতের বিরুদ্ধে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আব্দুল্লাহকে মনোনয়ন দিতে হবে।
এদিকে উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির জন্য সম্ভাবনাময় একটি আসন হলেও, বারবার মনোনয়ন বাছাইয়ের ব্যর্থতায় বিজয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে। এলাকাটিতে ধানের শীষের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও ব্যাপক সমর্থন থাকলেও প্রার্থী নির্বাচনে ভুল কৌশল এবং বিতর্কিত সিদ্ধান্তের কারণে অস্বাভাবিকতাই হয়েছে বাস্তবতা। প্রতিবাদ মিছিলে ছাত্রদল, যুবদল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মীরা অংশ নেন।







