কক্সবাজারের টেকনাফে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী মেম্বার পোস্ট নামের এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে বলে গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় বিজিবি। তথ্য পেয়ে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপির পৃথক ২টি দল অভিযান চালায়। এ সময় নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রটি পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পাচারকারীরা দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপরপ্রান্তে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযান চলাকালে মাদক পরিবহণের সাথে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।