টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ৫:৫৮ অপরাহ্ণ

টেকনাফে মডেল থানা পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ নুর বেগম (১৮) নামে এক রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে আটক করেছে।
আটক নারী টেকনাফ ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী আমির আহাম্মদের মেয়ে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আজ সোমবার (৩ মে) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী থানায় কর্মরত এসআই জায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ সদর ইউপি শিলবুনিয়াপাড়া মসজিদ মার্কেট এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী নুর বেগমকে আটক করতে সক্ষম হয়।
তিনি বলেন, “আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধমামুনুল কাণ্ডে রাঙ্গুনিয়ায় আ. লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি মইন্যা গ্রেফতার
পরবর্তী নিবন্ধসিসিইউতে খালেদা