ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় টেকনাফে এনামুল হক এনাম নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। ইউনিয়নের নাজিরপাড়ার মোজাহার মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ইউপি সদস্য এনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্ধ ডজনের বেশি মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সে ২০১৯ সালে স্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে আত্মসমর্পণকারী বলেন তিনি। তিনি আরও বলেন, গত মার্চে সে ফেসবুকে লাইভে এসে র্যাবের বিরুদ্ধে অপপ্রচার করে।
ওই ঘটনায় তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।