টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি আস্তানা থেকে স্থানীয় যুবক মো. উমর ফারুককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন সদস্যরা। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৭ নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল্লাহর ছেলে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পাশের পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জন রোহিঙ্গাকে আটক করা হয়।
টেকনাফস্থ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, ভিকটিম ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।












