টেকনাফে অপহৃত মালয়েশিয়া প্রবাসী ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

টেকনাফে অপহরণের শিকার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ শাকের আহমদকে (৬০) ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ে ছেড়ে দেয়ার পর এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন অপহৃতের ছেলে চট্টগ্রাম হাজি মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ ও টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

জানা যায়, অপহৃত মোহাম্মদ শাকের আহমদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঘোনাপাড়ার এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। গত সোমবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে জিম্মি করে তাকে অপহরণ করে বলে জানান তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি জানান, যেদিন বাবা অপহরণের শিকার হন সেদিন রাতে মায়ের মোবাইল নম্বরে অপরিচিত নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আমাদের এত টাকা দেয়ার সামর্থ্য না থাকায় মা অনন্যোপায় হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ও স্থানীয় লোকজন পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু করেন। মঙ্গলবার বিকেলের দিকে বাবাকে পাহাড়ে ছেড়ে দিলে উদ্ধার করে ঘরে নিয়ে আসা হয়। তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। আমরা কোনো প্রকার মুক্তিপণ দিই নাই। এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে অপহৃত মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ শাকের আহমদকে উদ্ধারের জন্য পুলিশের দুটি দল অভিযান শুরু করে। অপহরণকারীরা চাপে পড়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। শাকের আহমদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগুজবের কারণে পাচার, নিধনে বিপন্ন তক্ষক
পরবর্তী নিবন্ধজুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সভা কাল