টুপটাপ কুয়াশা

আসমা খাতুন | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

(৩১,৩৩০)

পড়া শুরু হয়েছে

গরমের ভাবটা

চুপিসারে সরেছে।

শীতটা এখনো

জাঁকিয়ে বসেনি

শীতের জামা টামা

গায়ে টায়ে ওঠেনি।

পূর্ববর্তী নিবন্ধমিশব সবার সনে
পরবর্তী নিবন্ধশীতের দিনে