টুনটুনি টুনটুন
পায়ে বেঁধে ঝুনঝুন
গান গায় গুনগুন
নাচে তালে তালে,
মগডালে বোনে বাসা
পাতা সুতো খুব খাসা
ডুমুরের ডালে।
খুকু দেখে কাছে ডাকে
মায়া ভরে চেয়ে থাকে
মনে মনে ছবি আঁকে
ডাকে বুকে আয়,
খেতে দেবো পাকা ফল
সাথে দেবো মিঠে জল
গায়ে পাবি আরো বল
আয় কাছে আয় ।
জেসমিন সুলতানা চৌধুরী | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ
