চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল জাতির জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে।
এ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল বুধবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় টুঙ্গিপাড়ার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. সলিম উল্লাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মো. নুরুল আমিন, মো. জহুরুল আলম জসিম, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মোহাম্মদ সাহেদ ইকবাল, গাজী শফিউল আজিম, মো. ইসমাইল, এসরারুল হক প্রমুখ।