টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বন্দর কর্তৃপক্ষের শ্রদ্ধা

আজাদী ডেস্ক | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়াস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চবকের সদস্যগণ, বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানগণ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য সংস্থা প্রধানগণ। নৌপরিবহন প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর অফিসার্স এসোসিয়েশন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অতঃপর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাতে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ট্রাক চাপায় নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধজুলাইয়ে ১৭ হাজার ৫২০ কোটি টাকার রাজস্ব আয়