জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না মুশফিক। তেমনটি জানা গিয়েছিল। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল আগে চিঠি আসুক, তারপর দেখা যাবে। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করলেন, মুশফিক তাদের চিঠি দিয়েছেন। চারদিন আগেই বোর্ডে ছুটির আবেদন করেছেন মুশফিক। জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান না। গতকাল দুপুরের পরে শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে আকরাম জানান, মুশফিক জিম্বাবুয়ের সাথে টেস্ট আর ওয়ানডে খেলবেন। তবে টি-টোয়েন্টি সিরিজ না খেলার আবেদন জানিয়ে বোর্ডে চিঠি দিয়েছেন। এখন মুশফিক টি-টোয়েন্টি না খেলার ইচ্ছে প্রকাশ করলেই কি তা বোর্ড মেনে নেবে? বোর্ড কি মুশফিকের ছুটির আবেদন মঞ্জুর করবে? এমন প্রশ্নের উত্তর নেই বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যানের মুখে। তার কথা, ‘দেখা যাক, আমরা কথা বলে দেখি।’ তবে নির্ভরযোগ্য সূত্রে যা জানা গেছে তা হচ্ছে মুশফিকের ছুটি মঞ্জুর করবে বিসিবি। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে শুধু ওয়ানডে আর টেস্টেই দেখা যাবে তাকে।