সিলেট এবং ঢাকাতে দুটি টেস্ট ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ সফরকারী আয়ারল্যান্ড ক্রিকেট দল। টেস্ট সিরিজ শেষে এখন শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। সিরিজটি খেলতে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম এসে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। তারা অবস্থান করবে র্যাডিসন ব্লুতে। বাংলাদেশ ক্রিকেট দলও চট্টগ্রাম আসছে আজ। তারাও একই হোটেলে থাকবেন। প্র্যাকটিস শিডিউল অনুযায়ী আয়ারল্যান্ড দল আজ দুপুর ১.৩০টা হতে বিকেল ৪.৩০টা পর্যন্ত সময় সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে।
এদিকে বাংলাদেশ দল আজ সন্ধ্যা ৬টা থেকে একই স্টেডিয়ামে অনুশীলন করতে নামবে। দু’দলের মধ্যে প্রথম টি–টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। একই ভেন্যুতে দু’দলের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটি ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড দল ইতিমধ্যে টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে বাংলাদেশের কাছে হেরেছে।












