টি–টোয়েন্টিতে আফগানরা সব সময়ই ভালো দল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার সত্যতা মিলল না। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে রশিদ খানের দল। টি–টোয়েন্টি সিরিজের তাজা সেই স্মৃতি নিয়ে আজ বুধবার ওয়ানডে সিরিজে আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বলা যায়, টি–টোয়েন্টি সিরিজের মতো জয় দিয়েই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে টি–স্পোর্টস এবং নাগরিক টিভি।
সদ্যই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ৩–০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি–টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে তারা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টি–টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আফগানদের আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা।
টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই রান তাড়া করে জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে ৪ উইকেটে জয়ের পর, শেষ দুই ম্যাচে যথাক্রমে ২ ও ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে ভিন্ন বাংলাদেশ। নিজেদের সেরা ফরম্যাট ওয়ানডে। সাফল্যও ওয়ানডেতে বেশি টাইগারদের। তাছাড়া ওয়ানডে পরিসংখ্যানেও আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান।
যদিও ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতেছিল আফগানরা। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজের পর ওয়ানডে ফরম্যাটে আরও দুইটি সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা সফরে ২–১ ব্যবধানে হারে টাইগাররা। এছাড়া গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। তারপরও আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে লড়াই শুরু করতে চায় বাংলাদেশ।
এরই মধ্যে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, তানভীর ইসলাম এবং নাহিদ রানার মতো ক্রিকেটাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তাই নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু করবে আজ বাংলাদেশ। এখন দেখার বিষয় ওয়ানডে সিরিজে টি–টোয়েন্টির সাফল্য ধরে রাখতে পারে কিনা টাইগাররা।