টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও উড়ে গেল বাংলার নারীরা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও উড়ে গেল বাংলাদেশ নারী দল। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টিটোয়েন্টিতে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়ার নারীরা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১২৬ রান। জবাবে অ্যালিসা হিলি ও বেথ মুনির স্ট্রোকের ফোয়ারায় অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে কেবল ১৩ ওভারেই। টিটোয়েন্টিতে এর আগে কেবল একবারই ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। গত বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচটি হেরেছিল টাইগার নারীরা। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুতেই ধাক্কা খায়। ম্যাচের প্রথম বলেই ফিরেন দিলারা আক্তার। পরের ওভারে আরেকটি আঘাত। এবার ফিরেন সোবহানা মোস্তারি। দুই রানে দুই উইকেট হারানো দলের সামনে তখন আরেকবার ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা। কিন্তু এবার তা হতে দেননি নিগার সুলতানা ও মুর্শিদা খাতুন। দুজনের এই জুটি থামে ৫৭ রানে। লেগ স্পিনার জর্জিয়া ওয়্যারহ্যামকে সুইপ করার চেষ্টায় আউট হন ২০ রান করা মুর্শিদা। ইনিংসের ১৯ তম ওভারে অ্যাশলি গার্ডনারকে চার মেরে হাফ সেঞ্চুরি তুলে নেন নিগার। যদিও এর আগে নিগার ৩৮ রানে বেঁচে যান ক্যাচ দিয়ে। উইকেটে এসে ফাহিমা শুরু করেছিলেন চার মেরে। পরে মেরেছেন ছক্কাও। ২১ বলে ২৭ রান করে ফাহিমা আউট হন শেষ ওভারে। নিগার ইনিংস শেষ করেন শেষ বলে বাউন্ডারি মেরে। ৭টি চারের সাহায্যে ৬৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। আর তার দল সংগ্রহ করে ৪ উইকেটে ১২৬ রান। রান তাড়া করতে নেমে প্রথম ওভারটিই কেবল একটু সতর্কতায় খেলে অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশের পেসস্পিন সবকিছুই মাড়িয়ে দ্রুততায় এগিয়ে যান অ্যালিসা হিলি ও বেথ মুনি। ওয়ানডে সিরিজে মন্থর ও টার্নিং উইকেটে হিলির আগ্রাসী রূপ সেভাবে দেখা যায়নি। এই ম্যাচে উইকেট একটু ব্যাটিং সহায়ক পেয়ে ঝড় তোলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। আরেকপাশে তাল মিলিয়ে ছুটতে থাকেন মুনি। পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া তুলে ফেলে ৫৪ রান। পরের সময়টাতেও রানের গতি ধরে রাখেন দুজন। বাংলাদেশের কোনো বোলারই তাদেরকে কোনোরকম অস্বস্তিতে ফেলতে পারেনি। দলের সেরা বোলার নাহিদা আক্তারের ওপর দিয়েই বেশি ঝড় বইয়ে দেন দুজন। ২০২০ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৫১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন হিলি ও মুনি। এবার ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুজন শেষ করে দেন ম্যাচ। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে এই নিয়ে চতুর্থবার ১০ উইকেটের জয় পেল অস্ট্রেলিয়া। ৯টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন হিলি। ম্যাচের সেরা তিনিই। ৯টি চারের সাহায্যে ৩৬ বলে অপরাজিত ৫৫ করেন মুনি। সিরিজের পরের দুই ম্যাচ আগামীকাল মঙ্গলবার ও আগামী বৃহস্পতিবার।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি নিজস্ব টিভি চ্যানেল খুলবে
পরবর্তী নিবন্ধআবার জয়ের ধারায় ফিরল ব্রাদার্স