টি-টোয়েন্টি ক্রিকেটে সবচাইতে বেশি উইকেটের মালিক রশিদ খান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

অনেক দিন আগে থেকেই যা ছিল অবধারিত, সেই দিনটি অবশেষে এলো। টিটোয়েন্টি ক্রিকেটে রাশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো সবচেয়ে আকর্ষণীয় পালক। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন আফগানিস্তানের লেগ স্পিন তারকার। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গত মঙ্গলবার নতুন উচ্চতায় পা রাখেন রাশিদ। এমআই কেপ টাউনের হয়ে পার্ল রয়্যালসের শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়েলালাগেকে বোল্ড করে ব্রাভোকে পেরিয়ে যান তিনি। পরে ম্যাচের শেষ দিকে দিনেশ কার্তিকের উইকেটও নেন রাশিদ। ২০ ওভারের স্বীকৃত ক্রিকেটে তার উইকেট এখন ৬৩৩টি। ব্রাভো গত সেপ্টেম্বরে অবসরে গেছেন ৬৩১ উইকেট নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাংক কদমতলী শাখা, চুনা ফ্যাক্টরি উপ-শাখা নতুন ঠিকানায়
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত