টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে। দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। যদিও অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেননি সাকিব। তিনি গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সাথে সময় কাটিয়ে দেশে ফিরবেন সাকিব। আর দেশে ফিরে তিনি রওয়ানা হবেন আরব আমিরাতের উদ্দেশ্যে। সেখানে আবুধাবি টি-টেন লিগে অংশ নেবেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন বাংলাদেশের দল বাংলা টাইগার্সে। সাকিবের সাথে এই দলে আরো খেলবেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান । গতকাল এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন আমি আগামী ২৩ নভেম্বর থেকে আবুধাবি টি-টেন লিগে আমি বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামব। এটি বাংলাদেশের দল। আমাদের দল। আপনাদের দল। আপনারা সবাই মাঠে আসবেন আমাদের সমর্থন করবেন। আমরা চেষ্টা করব বাংলা টাইগার্সকে শিরোপা জেতাতে। এদিকে বাংলা টাইগার্সের ওনার এয়াছিন চৌধুরী জানান তারা প্রস্তুত মাঠে নামতে। আগের আসর গুলোর চাইতে এবারের আসরে দল অনেক ভাল হয়েছে। তাই এবারে শিরোপা জেতার স্বপ্ন পুরন করতে চান এয়াছিন চৌধুরী। আর সে দেশি-বিদেশী ক্রিকেটারদের নিয়ে বেশ ভাল একটি দল গড়া হয়েছে। যেখানে সাকিব দলটির আইকন ক্রিকেটার।