টি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

শহীদ শেখ আবু নাসের জাতীয় টি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী দিনে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ ৫৮ রানে হারিয়েছে খুলনা বিভাগকে। দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ৮ উইকেটে জয় পেয়েছে রাজশাহী বিভাগীয় দলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে মাঠে গড়ায় চট্টগ্রাম ও খুলনার মধ্যকার ম্যাচটি। তাতে আগে ব্যাট করে চট্টগ্রাম ১৫ ওভারে ৮ উইকেট ১৪৯ রান সংগ্রহ করে। সালমান ৩৫ বলে ৫৯ রান করার পর বল হাতে ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট লাভ করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। মূলত. সালমানের নিয়ন্ত্রিত বোলিংয়েই খুলনা ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রানে গুটিয়ে যায়। ইসরাফিল ২৯ রান করেন। বি ১ ক্যাটাগরি জিলান ২০ বলে খেলেন ২৪ রানের ইনিংস। দিনের দ্বিতীয় ম্যাচটিতে রাজশাহী টসে জিতে ব্যাটিং করতে নেমে ১৩.৫ ওভারে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। জবাবে ঢাকা ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। আরিফ ২২ বলে ২২ রান করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। চট্টগ্রামের সালমানের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিবিসিসির প্রধান প্রশিক্ষক সানোয়ার আহমেদ। ঢাকার আরিফ হোসেনকে পুরস্কৃত করেন ভেন্যু চেয়ারম্যান এসএম জমির উদ্দিন। ম্যাচ সেরা দ্বয় ক্রেস্ট ছাড়াও নগদ ১ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করেন। এর আগে সকালে চারদিনের টুর্নামেন্টটির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিবিসিসি সিনিয়র সহসভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন বিবিসিসি’র চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় দলের চেয়ারম্যান ও টুর্নামেন্ট ভেন্যু চেয়ারম্যান এসএম জমির উদ্দিন, টুর্নামেন্টের সমন্বয়কারী মো. সাহাব উদ্দীন হাসান বাবু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে কোহলিকে ওপেন হিসেবে দেখতে চান গাঙ্গুলি
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি চার দল