টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রি শুরু, বেড়েছে দাম

নগরীর ২০ স্পটে প্রতিদিন ৮ হাজার ভোক্তা কিনতে পারবেন পণ্য এখনো চালু হয়নি স্মার্ট ফ্যামিলি কার্ড

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

ঈদ উপলক্ষ্যে নগরীতে টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন নগরীর ২০টি স্পটে উন্মুক্ত পদ্ধতিতে সাধারণ ক্রেতাদের মাঝে নিত্য পণ্য বিক্রি করা হচ্ছে। তবে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা যে মূল্যে টিসিবির পণ্য পাচ্ছেনকার্ড ছাড়া উন্মুক্ত পদ্ধতির ‘ট্রাকসেলে’ বিক্রি হওয়া প্রতিটি পণ্য বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, নগরীতে প্রতিদিন একটি ট্রাকে ৪০০ জনের পণ্য দেয়া হয়। একটি ওয়ার্ডে ২টি করে ট্রাক দেয়া হচ্ছে। দুটি ট্রাকে ৪০০ জন করে মোট ৮০০ জনের পণ্য দেয়া হচ্ছে। এই ব্যাপারে টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম আজাদীকে বলেন, চট্টগ্রাম মহানগরীতে এখনো টিসিবির স্মার্ট ফ্যামিলিকার্ড চালু হয়নি। উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড চালু আছে। উপজেলায় ১ লাখ ১১ হাজারের মত টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী গ্রাহক ন্যায্যমূল্যের পণ্য পাচ্ছেন।

টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম আজাদীকে বলেন, নগরীতে আমরা ৪১ ওয়ার্ডকে ভাগ করে প্রতিদিন ২০টি পয়েন্টে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করছি। তবে ট্রাকসেলে পণ্যের দাম একটু বাড়তি। ট্রাকসেলের আগে প্রতিকেজি মসুর ডাল ৬০ টাকায় বিক্রি হতো এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একজন ক্রেতা ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন। সয়াবিন তেল আগে বিক্রি হতো প্রতিলিটার ১০০ টাকা করে; এখন প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩০ টাকা দামে। একেকজন ক্রেতা ট্রাক থেকে ২ লিটার করে তেল ক্রয় করতে পারবেন। চিনি আগে বিক্রি হতো প্রতিকেজি ৭০ টাকায় এখন বিক্রি হচ্ছে ৮৫ টাকা। তবে আমাদের ট্রেকসেল সবার জন্য উন্মুক্ত। যে কেউ ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধতরুণীকে ব্ল্যাকমেইল করে ২১ ভরি স্বর্ণ ও টাকা আদায়, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ