সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম আজ শুরু হচ্ছে। এর আওতায় সাশ্রয়ীমূল্যে চাল, ভোজ্যতেল, মসুর ডাল কিনতে পারবে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার। আজ সকাল ১০টায় ঢাকার বনানীতে কড়াইল টিঅ্যান্ডটি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন। খবর বিডিনিউজের। গতকাল রোববার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন ও জেলা–উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডিলাররা তাদের দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পণ্য বিক্রি করবেন।
পরিবার কার্ডধারীরা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।