টিভি দেখতে মানা করায় চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরে মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম সালমা আক্তার (১২)। সে কুতুবদিয়া পাড়ার মিজানুর রহমানের মেয়ে। গত সোমবার রাত ৯টার পরের যেকোনো সময় নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আকতার কামাল। এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর টিভি দেখছিল সালমা। পড়ার সময় পড়াশোনা না করে টিভি দেখার জন্য মা হালকা বকাঝকা করে। এতে তার মনে ভারী অভিমান জমে। রাত ৯টার দিকে খাওয়াদাওয়া শেষে সবাই ঘুমাতে যায়। সেই সুযোগে সালমা সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অকালে ঝরে পড়া শিশুটি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে কঙবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) কাইছার হামিদ বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধউৎকণ্ঠার ১৭ দিন শেষে সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিক
পরবর্তী নিবন্ধমৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন গৃহবধূ