টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

টিভি জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ফুটবল আজ ৭ নভেম্বর শুরু হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ৬টি টেলিভিশনের নামে ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হল: চ্যানেল আই,বৈশাখী টেলিভিশন,সময় টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, গাজী টেলিভিশন এবং চ্যানেল ২৪। দুই গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে। গ্রুপ-এ তে অংশ নেবে চ্যানেল আই,বৈশাখী টিভি,গাজী টিভি। গ্রুপ-বিতে অংশ নেবে মাছরাঙ্গা টিভি,চ্যানেল২৪,সময় টিভি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হবে আজ ৭ নভেম্বর সকাল ৭.৩০টায়। প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত থাকবে। ৯ জন করে খেলায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট পরিচালনা করবেন চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু। গতকাল টুর্নামেন্ট শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিসিজেএ সভাপতি এনামুল হক। লিখিত বক্তব্য তুলে ধরেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. আলী আকবর। পরে টুর্নামেন্টের জার্সি উম্মোচন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ বালকদের হকি প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধক্রীড়া সংগঠক সিরাজুদ্দিন মো. আলমগীর সড়ক দুর্ঘটনায় আহত