টিচিং মেথোডোলজির ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ

মা ও শিশু হাসপাতাল

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এস.এম. মোস্তাক আহমেদের সভাপতিত্বে গত ২ অক্টোবর টিচিং মেথোডোলজি এবং এ্যাসেসমেন্টের উপরে ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং কলেজ গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি আহসান উল্লাহ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এস.এম. মোস্তাক আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন এবং এ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অলক নন্দী।

কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিনের সার্বিক তত্বাবধানে অত্র মেডিকেল কলেজে টিচিং মেথোডোলজি এবং এ্যাসেসমেন্টের উপরে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে আসছে। প্রধান অতিথি বিভিন্ন সময়ে টিচিং মেথোডোলজি এবং এ্যাসেসমেন্টের উপরে অনুষ্ঠিত ওয়ার্কশপে অংশগ্রহণকারী সর্বমোট ৬০ জন চিকিৎসককে সনদ তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হিফ্‌জুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধক্যান্সার নির্ণয়ের সব পরীক্ষা এপিক হেলথ কেয়ারে