চট্টগ্রামে গতকাল শনিবার আরও ১৯ হাজার ৯৪ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার ৯ হাজার ৫৯৫ জন এবং নগরীর ৯ হাজার ৪৯৯ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৪৭৩ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ৯৬ হাজার ৩৫৭ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৯৪ হাজার ১১৬ জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গতকাল শনিবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনিবার জেলার ৭০০ জন ও নগরীর ১ হাজার ১৪৬ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৫১ হাজার ৯৩৯ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৫২ হাজার ৩১৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৯ হাজার ৬২০ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।












