সান্তোস ও গ্রেমিওর মধ্যে লিগ ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। কিন্তু করোনাভাইরাসের টিকা না নেওয়ায় তাকে অনুমতি দেয়নি সান্তোস ক্লাব কর্তৃপক্ষ। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবার জেরবার দেশগুলোর মধ্যে একটি ব্রাজিল। এরই মধ্যে দেশটির ছয় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। খবর বিডিনিউজের।