টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান ২৫ মে

নজরুলজয়ন্তী

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বাগীশ্বরী সংগীতালয় এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী, সংগীত গ্রন্থ প্রণেতা রিষু তালুকদার এর একক নজরুল সংগীতানুষ্ঠান ‘সুরে ও বাণীর মালা’ আগামী ২৫ মে শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) তে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান মালায় রয়েছেআলোচনা সভা, একক আবৃত্তি, একক সংগীত, সমবেত সংগীত ও দলীয় নৃত্য। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বোধন আবৃত্তি পরিষদের সভাপতি কবি ও আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ। এতে সংগীতানুরাগীদের উপস্থিত থাকার জন্য বাগীশ্বরী নজরুল জয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন, আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ ও বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকানে আরিফিন শুভর প্রশংসায় নাসিরউদ্দিন শাহ
পরবর্তী নিবন্ধআল-হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন