চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ‘বেলায়তের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (কঃ) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী (মঃ)। সেমিনারে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, রব্বুল আলামীন উনার প্রিয় ব্যক্তিগণকে (নবী, অলিগণকে) উচ্চ মার্গীয় জ্ঞান ও ক্ষমতা দান করেছেন। যার মাধ্যমে তারা সমাজের নৈতিক, মানবিক ও আর্থসামাজিক উন্নয়নে মূখ্য ভূমিকা রেখেছেন। এর আগে বিকেলে থিয়েটার ইনস্টিটিউটের সামনে মাজার, খানকাহ ধ্বংসকারী, মসজিদে আগ্রাসন এবং হযরত খাজা শরফুদ্দিন চিশতীর (কঃ) ঐতিহাসিক হাইকোর্টের মাজার স্থানান্তরের পরিকল্পনাকারী নবী অলী, সুফিগণ বিদ্বেষীদের চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী। এ সময় আওলাদে খোলাফায়ে গাউছে মাইজভাণ্ডারী (কঃ) গণ ও সর্বস্তরের সুফিভাবাপন্ন আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারীরা অংশ নেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, শাহছুফী মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল নোমান শাহ মাইজভাণ্ডারী, সৈয়দ মাসুদ কামাল আযহারী, সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ, শাহজাদা মোহাম্মদ রেজাউল করিম ইয়াকুবী, সৈয়দ জাবের হাছান হাফেজনগরী, সৈয়দ ইলহাম রেজা, সৈয়দ রিদুয়ানুল মওলা, সৈয়দ সাইফি মওলা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।